গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরে অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন

গাজীপুরে অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ, গাজীপুর জেলার শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় অনিয়ম, হয়রানি ও চাঁদাবাজির বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। প্রতিবেদনে কলেজ নেতাদের অবৈধ কর্মকাণ্ডের বিষয়টি প্রকাশিত হওয়ার পরপরই সাংবাদিককে প্রকাশ্যে মৃত্যুর হুমকি দেওয়া হয়।
এই উদ্বেগজনক ঘটনার প্রতিবাদে গাজীপুরের সাংবাদিকরা ৯ মার্চ, রবিবার দুপুর ১২:৩০ মিনিটে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন, তাদের নিন্দা ও ন্যায়বিচারের দাবি জানাতে।
গাজীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ড. এ. কে. এম. রিপন আনসারি এর সভাপতিত্বে এবং সাংবাদিক এস. এম. জহিরুল ইসলামের সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশে
ড. রিপন আনসারি বলেন: “সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি দেওয়া গণমাধ্যমকে স্তব্ধ করার একটি চেষ্টা। আমরা এই লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। এটি কেবল একজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, বরং সারা দেশের সাংবাদিক সমাজের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ। আমরা এই ধরনের হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে প্রস্তুত।”
গাজীপুর সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা: শাহান শাহাবুদ্দিন, “এটি একটি স্পষ্ট সিগন্যাল যে, যদি প্রশাসন সাংবাদিকদের রক্ষা না করে, তারা গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায়। আমরা জানিয়ে দিতে চাই, সাংবাদিকরা কোনও অবস্থাতেই ভয় পাবে না এবং এই ধরনের হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে। যদি প্রশাসন দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ না নেয়, তাহলে সাংবাদিক সমাজের প্রতিটি সদস্য একত্রিত হয়ে আরও কঠোর আন্দোলন শুরু করবে, যা এই সরকারের জন্য অত্যন্ত বিপদজনক হতে পারে। সাংবাদিকরা সমাজের আয়না। এই হুমকি কেবল একজন সাংবাদিকের উপর আক্রমণ নয়, বরং সংবাদপত্রের স্বাধীনতার উপর একটি গুরুতর আঘাত। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে সাংবাদিক সম্প্রদায় আরও কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
উক্ত প্রতিবাদ সমাবেশে এটিএন নিউজের প্রতিবেদক মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি আমজাদ খান, বাংলাদেশ প্রেস ক্লাবের মুসা খান, ডিবিসি নিউজের মাহমুদা সিকদার, রুবেল সরকার এবং অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এ কর্মসূচি একত্রিত সাংবাদিক সমাজের দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন ছিল, যেখানে তারা এ ধরনের হুমকির বিরুদ্ধে এক হয়ে সোচ্চার হয়েছেন এবং প্রশাসনের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন।
প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ মিডিয়া পাবলিশার্স এন্ড এডিটর কাউন্সিল
বাংলাদেশ মিডিয়া পাবলিশার্স এন্ড এডিটর কাউন্সিলের পক্ষে সভাপতি তুহিন সারোয়ার এবং সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) এক বলেন, “এটি শুধু একজন সাংবাদিকের প্রতি আক্রমণ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। সাংবাদিকদের এই ধরনের হুমকি সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, “যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আমাদের প্রতিবাদ দেশের সংবাদ মাধ্যম ছাড়িয়ে বিশ্বের সকল গণমাধ্যমে প্রকাশ করা হবে ফলে ফলাফল আরও কঠোর হবে।”

এই বিষয়ে গাজীপুরে প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বশীল কোন কর্মকর্তার কোন বক্তব্য বা কোন আস্বাশ পাওয়া যায়নি।

More From Forest Beat

Tuhin Article
0
minutes

Rebuilding Bonds: Democracy and Friendship Between Bangladesh and India

Tuhin Sarwar: Bangladesh’s democracy has seen many ups and downs. Its political landscape is shaped by its challenging past and ongoing changes. In this context,...
Tuhin Article
2
minutes

Tuhin’s Insights: LinkedIn newsletter

Tuhin's Insights: LinkedIn Newsletter Welcome to this week’s edition of Tuhin's Insights. In this issue, we shed light on urgent human rights violations, the ongoing...
Tuhin Article
1
minute

Sexual Harassment and Abuse of Underprivileged Young Girls in Bangladesh: An...

Abstract This research paper examines the sexual harassment and abuse faced by underprivileged young girls in Bangladesh, particularly those working in factories, brick kilns, garment...
Tuhin Article
5
minutes
spot_imgspot_img